বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৪১৪ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ৪,১৮৬জন।

অন্যদিকে, এই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও সাত জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৭ জনে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন যে গত একদিনে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬ জন। এ নিয়ে মোট ১০৮ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি জানান, সিঙ্গাপুরে সাড়ে চার হাজার বাংলাদেশি আক্রান্ত হয়েছেন।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও এর বাইরে থাকা মোট ২১টি প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী মোট ৩৯২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৩৪১৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এই পরীক্ষার সংখ্যা গতকালের তুলনায় ১০.৩৪ শতাংশ বেশি।

মৃতদের মধ্যে ৫ জন পুরুষ এবং ২ জন নারী। এরা সবাই ঢাকার বাসিন্দা।

এক মাস আগে অর্থাৎ গত ২৩শে মার্চ আক্রান্তের সংখ্যা ছিল ৬ জন। এক মাস পর এই আক্রান্তের মোট সংখ্যা ৪১৮৬ জন।

এই আক্রান্তদের মধ্যে ৮৫.২৬ শতাংশই ঢাকা শহর ও ঢাকা বিভাগের মধ্যে। যা প্রায় ৪৫.৫১ শতাংশ। এই বিভাগের সব জেলা মিলে আক্রান্তের হার ৩৯.৭৫ শতাংশ।

ঢাকা বিভাগের মধ্যে সবচেয়ে আক্রান্ত জেলা ঢাকা সিটি। এর পরেই আছে নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলা।