সুদূর যুক্তরাষ্ট্রের জর্জিয়া হতে করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে ফেনীর কর্মহীন মানুষের জন্য সহায়তা পাঠিয়েছে প্রবাসীরা। আটলান্টায় প্রতিষ্ঠিত ‘আটলান্টা সিনিয়র ওয়েলফেয়ার সেন্টার’ নামে সংগঠনটি করোনার এ দুর্যোগে ফেনীর অসহায় মানুষদের পাশে এসে দাঁড়িয়েছে।


অলাভজনক এ সংগঠনের প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন ভূঁইয়া জানিয়েছেন, আমরা দেশের বাইরে থাকলেও চেষ্টা করছি এ দুর্যোগে কর্মহীন নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে। প্রথম পর্যায়ে ফেনীতে দি লিটল এনজেলস কিন্ডারগার্টেন এর স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। প্রদত্ত সামগ্রীর মধ্যে হয়েছে চাল, ডাল, লবন, তেল, আলু, পেঁয়াজ এবং সাবান।


সংগঠনটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরনের পাশাপাশি বাংলাদেশের ঢাকা ও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সহায়তা প্রদানের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বলে জানান গিয়াস উদ্দিন ভূঁইয়া।