দেশে এক দিনে আরও ৩৯০ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৭৭২ জন।


বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২০ জন হয়েছে।


গত এক দিনে আরও পাঁচজন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ৯২ জন সুস্থ হয়ে উঠেছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বুধবার (২২ এপ্রিল) অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য তুলে ধরেন।

গত ২৪ ঘণ্টায় ৩,০৯৬টি নমুনা পরীক্ষা করে আক্রান্তদের শনাক্ত হয়েছেন, যা প্রায় ১০ শতাংশ।

সর্বশেষ মারা যাওয়া ১০ জনের মধ্যে পুরুষ সাতজন, নারী তিন জন।

বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় আটই মার্চ। এরপর থেকে দেশটিতে আস্তে আস্তে রোগীদের সংখ্যা বাড়তে শুরু করে। তবে এপ্রিল মাসের পরীক্ষা বৃদ্ধির পাশাপাশি রোগী শনাক্তের সংখ্যাও অনেক বৃদ্ধি পায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকায়। এরপরেই নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জে বেশি রোগী শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত যেসব রোগী শনাক্ত হয়েছে, তাদের মধ্যে ১৫ শতাংশই চিকিৎসক এবং নার্স সহ স্বাস্থ্যকর্মী রয়েছেন বলে জানিয়েছে চিকিৎসকদের একটি সংগঠন।

(জেলা ভিক্তিক পরিসংখ্যান দেখতে চাইলে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করুন )