৬ নভেম্বর, ২০১৯

অনলাইন ডেস্কঃ

দীর্ঘ সাত বছরের বেশি সময় পর অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ত্রিবার্ষিকী সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। বুধবার (৬ নভেম্বর) বেলা ১১ টা ১০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অধিবেশন শেষে দুপুর আড়াইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় পর্ব কাউন্সিল অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে।

সভাপতি পদে বর্তমান সভাপতি মোতাহার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শামসুল হক রেজা, জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাডভোকেট খান আলতাফ হোসেন ভুলু, সহসভাপতি ওমর ফারুক, ছবি বিশ্বাস, শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শরীফ আশরাফ হোসেন, আকবর আলী চৌধুরী, সাবেক সাধারণ সস্পাদক অ্যাডভোকেট হারুন-অর-রশীদ হাওলাদার, কৃষিবিদ বদিউজ্জামান বাদশা ও এম এ করিম এবং সারোয়ার ওয়াদুদ চৌধুরীর নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদের আলোচনায় রয়েছেন বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ সমীর চন্দ, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, আবুল হোসেন, গাজী জসীম উদ্দিন, আসাদুজ্জামান বিপ্লব ও আতিকুল হক আতিক।