হাসপাতালে বেসরকারিভাবে চুক্তিভিত্তিক কর্মচারীদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন আউটসোর্সিং কর্মচারীকে খাদ্য সামগ্রী দেয় সংগঠনের সদস্যরা।


এর আগে দুপুরে ফেনী জেনারেল হাসপাতালে একইধারায় কর্মরত ৪৫ জনকে খাদ্য সামগ্রী দেয় সংগঠনটি। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আবুল খায়ের মিয়াজী ও আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া।


সহায়'র প্রধান সমন্বয়ক মনজিলা মিমি বলেন, হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীরা অল্প বেতনে চাকুরী করে। তারা মূলত ভর্তিকৃত রোগীদের দেয়া সহযোগিতায় বাড়তি আয় পায়। করোনাভীতিতে হাসপাতালে রোগী খুব কম ফলে তাদের আর্থিক সংকট তীব্র হচ্ছে। এ কারনে তাদের সহযোগিতায় সহায় এগিয়ে এসেছে।


মিমি জানান, জেলার সকল স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত আউটসোর্সিং কর্মচারীকে খাদ্য সামগ্রী প্রদান করবে সংগঠনটি।


সহায়ের পক্ষ থেকে বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে আছে চাল, আলু, মশুর ডাল, তেল ও লবন।