করোনাভাইরাস সংক্রমণরোধে জনপদ জীবাণুমুক্ত করতে মাঠে নেমেছে পরশুরাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগ। আজ রবিবার (২৯ মার্চ) দুপুরে পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকান্ডের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার ও পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল।


পরশুরাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ চাইলার মারমা বলেন, করোনা সংক্রমণ রোধে উপজেলা প্রশাসনের নির্দেশনায় আমরা কাজ করছি। তিনি বলেন, পরশুরামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কগুলোতে পর্যায়ক্রমে জীবাণুনাশক ছিটানো হবে। শুধু সড়ক বা উন্মুক্ত স্থানই না বরং জনগণ যাতায়াত করে এমন সকল অবকাঠামোতেও জীবাণুনাশক প্রয়োগ করা হবে।


চাইলার মারমা বলেন, দেশ করোনামুক্ত না হওয়া পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ সকল সড়ক ও বাজার জীবাণুমুক্তকরণের কাজ অব্যাহত রাখা হবে।


এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল খালেক, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ ইয়াছিন শরীফ মজুমদার, জেলা পরিষদ সদস্য শফিকুল হোসেন মহিম, মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু ও পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।