মূল্য তালিকা না থাকায় ফেনীর তাকিয়া রোডে তিন দোকানীর জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শনিবার (২৮ মার্চ) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী’র সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।


তিনি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি রোধে আজ শহরে তাকিয়া রোডে বাজার তদারকি করা হয়। এসময় বেশ কিছু দোকান পরিদর্শন করে পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে পাওয়া যায়। তবে কিছু দোকানে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় বাজারের তিন মুদি দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করা। এছাড়া অন্যান্য দোকানগুলোকে সতর্ক করা হয়।


সোহেল চাকমা জানান, জনস্বার্থে পর্যায়ক্রমে ফেনীর সকল বাজারে অভিযান চালানো হবে। তিনি বলেন, এই দুর্যোগের সময় যদি কোন অসাধু ব্যাবসায়ী অতি মুনাফার লোভে কোন অনিয়ম করেন তাহলে আমাদের এ নাম্বারে (০১৩১৮-৩৯৬৯০৫) ফোন করে জানান। ভোক্তা অধিকার সংরক্ষণার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোক্তাদের পাশে সবসময় থাকবে।


সোহেল চাকমা বলেন, আপনারা সবাই দয়া করে বাসায় থাকুন, নিরাপদ থাকুন এবং পরিবারের সকল সদস্যকেও নিরাপদ রাখুন।