ভারতে এনআরসি ও সিএএ-এর নামে মুসলিম গণহত্যা, মসজিদ ধ্বংস ও বাংলাদেশে নরেন্দ্র মোদির আগমনের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার নেতাকর্মীরা। আজ শক্রবার (৬ মার্চ) জুমার নামাজ শেষে জহিরিয়া মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে শহরের ট্রাংক রোডের দোয়েল চত্ত্বরে সমাবেশ করে। পরে মিজান রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে এসে বিক্ষোভ শেষ হয়। এতে বেশ কয়েকটি ইসলামি সংগঠন অংশগ্রহণ করে।


দোয়েল চত্ত্বরে আয়োজিত সমাবেশে ফেনী জেলা ইসলামি আন্দোলনের সভাপতি মাওলানা নুরুল করিমেরর সভাপতিত্বে ও ইসলামি আন্দোলন ফেনী জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একরামুল হক ভূঞার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা মাওলানা আবদুর রাজ্জাক, দাগনভূইয়া উপজেলা সভাপতি আলাউদ্দিন সাদিনি, সোনাগাজী উপজেলা সভাপতি মুফতি এহসান উল্যাহ্, ওলামা বাজার মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা হোসাইন করিম, ইসলামি শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি মাওলানা নুর মোহাম্মদ আজমী এবং ইসলামি আন্দোলন ওমান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি মির আহমেদ মিরু।


সমাবেশ কেন্দ্রীয় কর্মসূচির আওতায় সারাদেশের ন্যায় আগামী ১৩ই মার্চও বিক্ষোভের ঘোষনা দেওয়া হয়।


শেষে ভারতে নিহত মুসলিমদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।