বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে পরশুরামের মির্জানগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আজ সোমবার (২ মার্চ) সকালে ইউনিয়নের প্রাথমিক পর্যায়ের শিক্ষর্থীদের অংশগ্রহণে মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু উপস্থিত থেকে প্রতিযোগিদের উৎসাহ প্রদান করেন।


আয়োজক সূত্রে জানা যায়, এতে ১৩টি প্রাথমিক বিদ্যালয়, ২টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।


চেয়ারম্যান বলেন, মুজিব বর্ষকে সামনে রেখে নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবীত করার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। তারই ধারাবাহিতায় আজ ইউনিয়ন পরিষদের আয়োজনে ক্রিড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিনি বলেন, কোমলমতি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে মেধার বিকাশ ঘটে।


মুজিববর্ষ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচি সম্পর্কে চেয়ারম্যান বলেন, মুজিববর্ষ উপলক্ষে আমরা মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, বাল্যবিবাহ রোধের উদ্দেশ্যে মেয়েদের বাইসাইকেল প্রদানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি।


মির্জানগর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, মুজিব বর্ষের গৃহীত কর্মসূচির আওতায় আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, আজকের প্রতিযোগিতায় মোরগ লড়াইয়ে ফয়সাল আহমেদ ১ম, মাঈন উদ্দিন বাদল ২য়, আহাদ চৌধুরী ৩য় স্থান লাভ করে। এছাড়াও চেয়ার খেলায় আফরোজা আক্তার ১ম, হালিমা আক্তার ২য় এবং ফাতেমা আক্তার ৩য় হয়।


এসময় মির্জানগর ইউনিয়ন পরিষদের সদস্য সাখাওয়াত হোসেন রুবেল, হাবিবুর রহমান ছুট্টু, নিজাম উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পাবেল হোসেন, সম্পাদক শরিফ উদ্দীন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।