ফেনীর ফুলগাজীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। সোমবার ( ৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে হাসানপুর শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় ও কলেজ এলাকা হতে তাদের আটক করা হয়।


র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান জানান, মাদক বেচাকেনার খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় উপজেলার দক্ষিণ আনন্দপুরের মৃত আবদুর রউফের ছেলে মোঃ হারুন (৩২) ও চাঁদপুরের হাজীগঞ্জের নোয়াপাড়ার মোঃ নবাব আলীর ছেলে মোঃ শাহ আলম (৫৫) কে আটক করা হয়। তাদের তল্লাশী করে ২৮৪ পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৪২ হাজার টাকা।


তিনি জানান, আটকৃতরা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য এনে করিয়া বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফুলগাজী থানায় হস্তান্তর করা হবে।