গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমারকে নোয়াখালী জেলায় বদলি করা হয়েছে। তার স্থলে গোয়েন্দা পুলিশের পরিদর্শক নুরুজ্জামানকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে। আজ রবিবার (২ জানুয়ারি) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী কর্মকর্তা রনজিত কুমারকে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ হতে বিদায়ী সংবর্ধনা প্রদান করেন পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। এসময় তার কর্মজীবনের সফলতা কামনা করেন তিনি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোহাম্মদ রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) নিশান চাকমাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিদায়ী কর্মকর্তা রনজিত কুমার বলেন, ফেনীতে কাজ করতে গিয়ে সকলের সহযোগিতা পেয়েছি। ভবিষ্যতে সাফল্যের সাথে তার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারেন, সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তিনি।