২৬ ডিসেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।
ফেনীতে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-৭। বুধবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে দশটার দিকে শহরের ষ্টেশন রোডে দুলাল সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়।
ফেনীস্থ র্যাব-৭ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান জানান, ছিনতাইয়ের পরিকল্পনা টের পেয়ে বুধবার রাতে শহরের স্টেশন রোডে অভিযান চালায় র্যাব সদস্যরা। এসময় র্যাবে উপস্থিতি টের পেয়ে পালানের সময় মোঃ মিলন (২৫), মোঃ মাইন উদ্দিন প্রকাশ হৃদয় (২২) কে আটক করে র্যাব। তাদের তল্লাশী করে দুইটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতার মিলন ফেনী রেলওয়ে কোয়ার্টারের মৃত ইসমাইল হোসেন ও হৃদয় নোয়াখালীর কবির হাটের চাপাশিয়ার নরসিংহপুরের মৃত রফিকুল ইসলামের ছেলে।
মোঃ নুরুজ্জামান জানান, তারা ঘটনাস্থলে ছিনতাই করার পরিকল্পনা করেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। গ্রেফতারকৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।