২২ ডিসেম্বর ২০১৯ ।। সদর প্রতিনিধি ।।


মিষ্টিতে ভাসছে মাছি, পোড়া তেলে তৈরি হচ্ছে মিষ্টি, ফ্রিজ ভর্তি রয়েছে বাসি ময়দার খামির ও মাংস। ফেনীতে র‌্যাব-৭ ও জাতীয় ভোক্তার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এমন চিত্র পাওয়া গেছে বিসিকের আরমান ফুড প্রোডাক্টস এবং জমজম সুইটসে।


আজ রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে বিসিকের নিজকুঞ্জরা এলাকায় পরিচালিত অভিযানে ৪ মণ মাছি পড়া মিষ্টি, ২ ড্রাম পোড়া তেল এবং ফ্রিজ থেকে বাসি ময়দার খামির ও মাংস জব্দ করে ধ্বংস করা হয়েছে। এসময় ওই দুই প্রতিষ্ঠানের ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, র‌্যাব-৭ ও জাতীয় ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে আরমান ফুড প্রোডাক্টস কে ৩০ হাজার টাকা ও জমজম সুইটসকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়। অভিযানে জমজম সুইটস হতে ০৪ মণ মাছি পড়া মিষ্টি, ০২ ড্রাম পোড়া তেল এবং ফ্রিজ থেকে বাসি ময়দার খামি ও মাংস জব্দ করে ধ্বংস করা হয়েছে।


অভিযানে ফেনীস্থ র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামানসহ সদর উপজেলা স্যানিটারী পরিদর্শক আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।