ফেনী মডেল থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ নিজাম উদ্দিন। গতকাল বুধবার (৭ এপ্রিল) বিকেলে থানার দায়িত্বভার গ্রহণ করেছেন তিনি।
নিজের কর্মপরিকল্পনার কথা তুলে ধরে ওসি নিজাম উদ্দিন দৈনিক ফেনীকে জানান, ওসি হিসেবে আমার প্রথম প্রদক্ষেপ হবে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া। মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কোন ছাড় দেয়া হবে না। এসময় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করবেন বলে জানান তিনি।
ওসি জানান, পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চান তিনি। দায়িত্ব পালনে ফেনীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা।
উল্লেখ্য, মোঃ নিজাম উদ্দিন উপ পরিদর্শক হিসেবে ১৯৯৭ সালের ১ জানুয়ারি পুলিশ বিভাগে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ২ বছর দায়িত্ব পালন করেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়।