নীতি বহির্ভূত কাজে সম্পৃক্ততার অভিযোগে ছাগলনাইয়া এএসপি সার্কেল অফিসে দায়িত্বরত এসআই আলমগীরকে ক্লোজড করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে এ খবর নিশ্চিত করেন এএসপি ছাগলনাইয়া সার্কেল নিশান চাকমা। তিনি জানান, পূর্বের একটি অপহরণ সংক্রান্ত বিষয়ের প্রেক্ষিতে তাকে ক্লোজড করা হয়েছে। তদন্তের প্রেক্ষিতে সঠিক তথ্য বেরিয়ে আসবে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, সোমবার রাতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক নোটিশে তাকে ক্লোজ করে পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এসআই আলমগীরের বিরুদ্ধে চলতি বছরের ১৩ সেপ্টেম্বর পুলিশ হেডকোয়াটার ও জেলা পুলিশ সুপার কার্যালয়ে নজরুল ইসলাম নামে একজন ব্যবসায়ী একটি লিখিত অভিযোগ করেন।