১৯ নভেম্বর,২০১৯
।। আদালত প্রতিবেদক ।।
বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে মোটর সাইকেল ছিনতাইকারীদের ধরতে কুমিল্লার নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম, নোয়াখালীর সোনাইমুড়ি, সেনবাগ, ফেনীর দাগনভূঞা, ছাগলনাইয়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ সদস্যরা।
অভিযানে এ চক্রের ৫ সদস্য কুমিল্লার নাঙ্গলকোটের মোঃ বেলাল, হুমায়ুন কবির, দাগনভূঞার আল আমিন, ছাগলনাইয়ার পূর্ব শিলুয়ার শাহ আলম ও ফেনী সদরের দেবীপুরের মোঃ জিয়া উদ্দিনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।