ছাগলনাইয়ার সীমান্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় আমদানি নিষিদ্ধ ৩ হাজার ৯৫০ ভারতীয় ‘ডেক্সিন’ নামীয় বড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪) ফেনী ব্যাটালিয়নের সদস্যরা।
ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কামরুজ্জামান জানান, জব্দকৃত বড়িগুলোর মূল্য ৩ লাখ হাজার টাকা।
অধিনায়ক জানান, আজ বুধবার (২ সেপ্টেম্বর) ভোর রাতে ছাগলনাইয়ার জয়নগরের টহল দিচ্ছিল দেবপুর বর্ডার আউট পোস্টের (বিওপি) বিজিবি সদস্যরা। টহল কমান্ডার সুবেদার মোঃ শাহ্আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার জয়নগর সীমান্ত হতে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
২১৮৬/৮ এস হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ট্যাবলেটগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ৪ বিজিবি পরিচালক লেঃ কর্ণেল মোঃ কামরুজ্জামান।