ফেনীতে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের খাদ্যপণ্য অসহায় মানুষের মাঝে বিতরণ করছে ৪ বিজিবি (ফেনী ব্যাটালিয়ন)। আজ বুধবার (৬ মে) দুপুরে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নে রাজষপুর ক্যাম্প সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্যপণ্য বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান।


অধিনায়ক জানান, খাদ্য সহায়তা মানুষের কাছে পৌঁছে দেয়ার অংশ হিসেবে বিজিবি সরাইল রিজিয়ন হতে বিজিবি ফেনী ৪ ব্যাটালিয়নে ১৭টি ক্যাম্প এলাকায় ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে।


তিনি বলেন, আজ রাজষপুর ক্যাম্প সংলগ্ন এলাকায় ৩৫ পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সামাজিক দুরত্ব নিশ্চিত করে ও স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের কাছে খাদ্য হস্তান্তর করা হচ্ছে।


উদ্বোধনকালে তিনি জানান, ক্যাম্পগুলোর আশেপাশের অসহায় মানুষের কাছে খাদ্যপণ্য বিতরণ দ্রুততর সময়ে সম্পন্ন করা হবে।