ফেনীতে অভিযান চালিয়ে ৪২ বোতল ফেন্সিডিলসহ মোঃ জমির আলী (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭। শুক্রবার (১ মে) রাত ৮টার দিকে শহরের ট্রাংক রোডে পুরাতন সোনাগাজী বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা হতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফেনীস্থ র্যাব-৭ ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান।
মোঃ নুরুজ্জামান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থানের কথা জানতে পেরে অভিযান চালায় র্যাব সদস্যরা। ওই স্থানে র্যাব পৌঁছামাত্র আটক জমির আলী পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগের ভেতরে তল্লাশী চালিয়ে ৪২ হাজার টাকা মূল্যমানের ৪২ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। সে লক্ষীপুরের কমলগনরের জগবন্ধু গ্রামের মোঃ মিন্টুর ছেলে।
তিনি আরও জানান, সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।