ফেনীর ছয় থানার অফিসার ইনচার্জ (ওসি) লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি লটারিতে সারা দেশের জেলা পর্যায়ে মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়ন করা কর্মকর্তাদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে।
লটারির মাধ্যমে চট্টগ্রাম জেলার বাসিন্দা মোহাম্মদ কামরুল ইসলামকে সোনাগাজী মডেল থানা, একই জেলার বাসিন্দা এস এম মিজানুর রহমানকে ফুলগাজী থানা, লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. আশরাফুল ইসলামকে পরশুরাম মডেল থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মো. শাহীন মিয়াকে ছাগলনাইয়া থানা, চট্টগ্রাম জেলার বাসিন্দা গাজী মুহাম্মদ ফৌজুল আজীমকে ফেনী মডেল থানা ও নোয়াখালীর বাসিন্দা মুহাম্মদ ফয়জুল আজীমকে দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার আগেই ওসিদের পদায়ন হলো। নির্বাচনে দায়িত্ব পালন ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য লটারি করে ওসি পদায়নের আগে সৎ, নিরপেক্ষ পরিদর্শকের তালিকা ইউনিট প্রধানদের কাছ থেকে সংগ্রহ করা হয়। তার ওপর ভিত্তি করে এই লটারি অনুষ্ঠিত হয়।
এর আগে ২৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মো. শফিকুল আলমকে ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে লটারির মাধ্যমে পদায়ন করা হয়।
